নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীর ভাঙন কবলিত কর্মহীন ও দুস্থ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে কামারখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন হালদার। নিজ উদ্যোগ ও ব্যাক্তিগত অর্থায়নে পর্যায়ক্রমে উপজেলার ৪টি ইউনিয়নের ১৩ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ চালিয়ে যাচ্ছেন মানবিক এই জনপ্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় এলাকায় স্থানীয় মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পরে একইদিন বিকালে পদ্মা নদী সংলগ্ন হাইয়ারপাড়ে নিরাপদ দ‚রত্ব বজায় রেখে কয়েক শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী সকল জনপ্রতিনিধিদের এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আমি ব্যক্তিগতভাবে আমার ইউনিয়নসহ আশেপাশের ৪টি ইউনিয়নের ১৩ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছি। যতদিন পরিস্থিতি ভালো না হয় ততদিন এই কার্যক্রম চালিয়ে যাবো।
এদিকে জানা যায়, ত্রাণ বিতরণের কাজ চালিয়ে নিতে নিজের একটি জমি বিক্রি করে দিয়েছেন চেয়ারম্যান মহিউদ্দিন হালদার।
টঙ্গীবাড়ীতে ১৩ হাজার মানুষের মাঝে ত্রাণ বিলিয়ে যাচ্ছে চেয়ারম্যান মহিউদ্দিন হালদার
আগের পোস্ট