নিজস্ব প্রতিবেদক
করোনা দুর্যোগের মধ্যে রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী সাড়ে ৬ মে. টন পিঁয়াজ মজুদ রাখায় সিরাজদিখানে একটি পোশাক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার সিরাজদিখান টেঙ্গুরিয়াপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার।
এ সময় কারখানার মালিক রুহুল আমিন (৪৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে টেঙ্গুরিয়া পাড়া গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে। পিয়াঁজগুলো ক্রোক করে কারখানায় তালা ঝুলিয়ে দেয় প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গার্মেন্টসের ভিতরে প্রায় সাড়ে ৬ মে.টন পিঁয়াজ মজুদ অবস্থায় পাই। গার্মেন্টস মালিক রুহুল আমিনকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯/ক ১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করি। মালামাল ক্রোক করা হয়েছে এগুলো নিলামে বিক্রয় করা হবে। সে পর্যন্ত সিরাজদিখান থানার তত্ত¡াবধানে থাকবে।