আন্তর্জাতিক ডেস্ক
মহা ক্রান্তিকাল অতিক্রম করছে বিশ্ব। অদৃশ্য শত্রু করোনাভাইরাসের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে সম্মুখভাগে লড়ছেন চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। তবে শুধুমাত্র চিকিৎসা দিয়েই তারা তাদের দায়িত্ব শেষ করছেন না। বিভিন্নভাবে তাদের সহকর্মী, সাধারণ মানুষ ও রোগীদের মনোবল বাড়াতে কাজ করছেন। তার উৎকৃষ্ট প্রমাণ হলো ভারতের কেরালার এক হাসপাতালে ২৩ জন নারী চিকিৎসকের নাচ।
কেরালার থিরুভানান্থাপুরামের এসকে হাসপাতালের ২৩ নারী চিকিৎসক একটি গানের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন। আর এই নাচের কোরিওগ্রাফ করেছেন তাদেরই আরেকজন সহকর্মী অ্যানথেচিস্ট ডা. স্বরান্যা ক্রিশনান।
স্বরান্যা জানান, সহকর্মী ডা. কুক্কু গোভিন্দান আমার কাছে জানতে চাইলো যে আমি জনপ্রিয় গান ‘লোকাম মুজহুভান সুকাম পাকারানাই’ এর সঙ্গে নাচের কোরিওগ্রাফ করতে পারব কি না।
এই গানটি ১৯৭২ সালে মুক্তি পাওয়া একটি মালয়েলাম সিনেমার। তবে সম্প্রতি ২১ জন শিল্পী এই গান নতুন করে গাওয়ার পর জনপ্রিয় হয়েছে। তারা এটি মনোবল বাড়াতে সামাজিক মাধ্যশে পোস্ট করেছেন।
ডা. কুক্কু জানান, এই গানটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও গাওয়া হয়েছিল। মূল বিষয় হলো গানের কথা। এখানে এমন এক আলোর কথা বলা হয়েছে যা অন্ধকার দূর করবে এবং বিশ্বকে নিরাপদ রাখতে সঠিক পথ দেখাবে। এই সময়ের জন্য এটিকে উপযুক্ত মনে হয়েছে।
ডা. কুক্কু বলেন, সবার উৎসাহের সঙ্গে রাজি হয় এবং দুই দিনের মধ্যে গানের সব কাজ সম্পন্ন হয়। আমরা এটিকে আমাদের চিকিৎসক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। তবে এত জনপ্রিয় হবে তা ভাবিনি।
মনোবল বাড়াতে ২৩ নারী চিকিৎসকের নাচ
আগের পোস্ট