নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোবাইল না দেওয়ায় মাহিম শেখ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত মাহিম শেখের মা আসমা বেগম টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের পূর্ব আউটশাহী গ্রামের পিয়ার হোসেন শেখের ছেলে মাহিম শেখ ওই এলাকার গাংগুলি বাড়ির পাশে রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে কথা বলছিল। এমন সময় একই এলাকার সুজন বেপারির ছেলে রিফাত বেপারি (১৮) মাহিমের মোবাইল ফোনটি দিতে বলেন। রিফাতের কথা মতো মাহিম মোবাইল ফোন না দেওয়ায় দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরেই রিফাতের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মাহিমকে পথরোধ করে রিফাত ও তার বাবা সুজন বেপারি মারধর করে। পরে তার চিৎকারে এলাকাবাসী মাহিমকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মাহিমের মা বাদী হয়ে রিফাত ও সুজন বেপারির নামে টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আহত মাহিমের মা আসমা বেগম বলেন, আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়েছে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।