নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় সাহাম্মদ (৫০) নামক এক মুদি দোকানদারের উপর বর্বরোচিত হামলা করেছে আ.লীগের নেতা মোতালেব। তিনি গোলাম সারোয়ারের সাথে রাজনীতি করেন এবং নেশা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী।
সাহাম্মদ উত্তর বালাশুর গ্রামের ইসমাইল উকিলের ছেলে। একই এলাকার আঃ রশিদ মাদবরের ছেলে মোতালেব মাদবরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। গতকাল বুধবার বেলা ১১টায় নিজ দোকান ঘরের ভিতর এই হামলার শিকার হন বলে জানা যায়। ভুক্তভোগী সাহাম্মদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে মোতালেব মাদবরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে আরো জানা যায়, সাহাম্মদ বিগত ১০ বছর ধরে উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। আঃ রশিদ মাদবরের ছেলে আঃ মোতালেব প্রায়ই তার দোকান থেকে বন্ধু-বান্ধব নিয়ে সিগারেট ও অন্যান্য মালামাল বাকি নিয়ে আসতো। কিন্তু সময়মতো বাকি টাকা পরিশোধ করতো না। টাকা চাইলে আজ না হয় কাল দিব বলে ঘুরাতো। বরাবরের মতো গতকাল সিগারেট বাকি চাইলে আগের বাকি টাকা পরিশোধ করতে বললে মোতালেবসহ তার সাঙ্গপাঙ্গরা মিলে আমার দোকানের মধ্যে ঢুকে আমাকে উপুর্যপুরি কিল-ঘুষি মারে এবং মোতালেব রাস্তার পাশ থেকে কাঠের ডাঁসা এনে আমার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে এবং আমার দোকানের ক্যাশ হতে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ এক লক্ষ টাকা লুট করে। আমার স্ত্রী আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মোতালেব মাদবর কয়েকটি ঘুষি মারে। আমাদের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি।