নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্বীকৃতি পেয়েছেন এএসআই মোঃ মোবারক হোসেন। গত মঙ্গলবার সদর থানার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এছাড়াও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ মহোদয় এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা। এসময় পুলিশ সুপার পুলিশ লাইন্সে ব্যারাক, ডাইনিং রুম, যানবাহন শাখা, অস্ত্রাগার ও পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় ফেব্রুয়ারী ও মার্চ-২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অফিসারদের সমন্বয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রেষ্ঠ স্বীকৃতি পুরস্কার প্রাপ্তিতে এএসআই মোঃ মোবারক হোসেন বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি, যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন। এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম।