নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলায় “স্নায়ু বৈচিত্র্যকে ধারণ করি, টেকসই সমাজ গড়ি” -এ প্রতিপাদ্যে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন।
এসময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, সকলকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিষয়ে সচেতন হতে হবে। মাতৃগর্ভে কিংবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ, অটিজম বৈশিষ্টসম্পন্নদের প্রতি সহানুভূতিশীল হওয়া সেইসাথে তাদের শিক্ষা, চিকিৎসা এবং প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
সরকার অটিজমসহ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সম্পৃক্ত করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।