নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং কার্যক্রম) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের বড়মোকাম বাজার হাসপাতাল মাঠে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গাঁওদিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে পুরস্কার বিতরণ সভায় গাঁওদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম মোড়লের সভাপতিত্বে ও আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মোঃ বাহাউদ্দীন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম. এ লতিফ ঢালী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মোঃ মোক্তার হোসেন খান, সাবেক জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, ইউনিয়ন যুবদলের সভাপতি রিপন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহম্মেদ অভি প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রতন শিকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুর আলম বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আপেল তালুকদার, মোঃ জুয়েল শিকদার ও যুবদল নেতা জাহিদ তালুকদার। পরে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।