আমিরুল ইসলাম নয়ন : গত রবিবার মেঘনা নদীতে নিখোঁজ নৌ শ্রমিক আতাবর আলীর (৬০) লাশ তিনদিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলার ভবানীপুর সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহাবুব আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ আতাবর আলী ঢাকা জেলার ধামরাই থানা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী অপর শ্রমিক নজরুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার উপজেলার তেতৈতলা মেঘনা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এস এম এন্টারপ্রাইজ ও তোহা নামের দুটি বাল্কহেড পাশাপাশি নোঙ্গর করা অবস্থায় ছিল। হঠাৎ বাতাসের গতি বৃদ্ধি পেলে একটির সঙ্গে অপর বাল্কহেডের ধাক্কা লাগার কারণে মাথায় আঘাত পেয়ে বাল্কহেডের শ্রমিক আতাবর আলী নদীতে পড়ে নিখোঁজ হন।
গজারিয়ায় মেঘনা নদীতে তিনদিন পর নিখোঁজ নৌ শ্রমিকের লাশ উদ্ধার
আগের পোস্ট