নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, গণহত্যাকারী, খুনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরদের দ্রুত বিচারের দাবিতে এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজদিখান বিএনপিসহ সর্বস্তরের সাধারণ জনতা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার নিমতলি এলাকায় শিকদার মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-মাওয়া রোডসহ নিমতলির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু’র পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা বিএনপির সদস্য মঞ্জুর হোসেন সেন্টু, ফজলুর রহমান ভূইয়া, শ্রীনগর উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আমিনুর ইসলাম চঞ্চল, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সিরাজদিখান উপজেলার সাধারণ সম্পাদক বাদশা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সেলিম ভূইয়া, মাসুদ মোল্লা, জহিরুল ইসলাম বাদশা, মতি শেখ, ওমর ফারুক বাবু, আসাদুজ্জামান মৃধা বাবু, নারী ও শিশু অধিকার ফোরাম সিরাজদিখান উপজেলার আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, শ্রীনগর উপজেলার সদস্য সচিব শামসুল হক, সরকারি শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ টিপু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, ফয়সাল আলী, আবির হোসেন টুটুল, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিরো, সজিব দেওয়ান, আসলাম, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিন শেখসহ শ্রীনগর-সিরাজদিখান উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।