নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর দাস বাড়িতে গত রবিবার রাতে শত বছরের পুরনো মহেশ্বর পূজা সম্পন্ন হয়। শত বছর পূর্বে এই মহেশ্বর পূজা আরম্ভ করেন স্বর্গীয় রামসুন্দর দাস। পরবর্তীতে স্বর্গীয় বীরেন্দ্র কুমার দাস, তারপরে দীর্ঘদিন এই পূজার দায়িত্ব পালন করেন স্বর্গীয় অজিত কুমার দাস। শত বছরের পুরনো এই মহেশ্বর পূজার দায়িত্ব বর্তমানে পালন করছেন দাস বাড়ির বর্তমান কর্তাব্যক্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি। মুন্সীগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শত শত পূজারী উপবাস থেকে দাস বাড়িতে আসেন, অঞ্জলি নেন এবং প্রসাদ গ্রহণ করেন।