নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় আতাবর (৬৫) নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় গজারিয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আতাবর ধামরাইল থানার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে পাথর বোঝাই এমবি তোহা নামক বাল্কহেডের ধাক্কায় এস এম এন্টারপ্রাইজের লস্কর পানিতে পড়ে নিখোঁজ হয়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জাকির হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ডুবুরি দল দিয়ে খোঁজাখুঁজি করতে হবে। তবে রাতে সম্ভব না বিধায় আগামীকাল (আজ সোমবার) সকালে ডুবুরি দল আসলে চেষ্টা করে দেখবো উদ্ধার করতে পারি কি না।