নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিমপাড়া ভাইয়ের বাড়ির সম্পত্তি ভাই দখল করে ঘর ও দেয়াল নির্মাণ করায় আদালতের নির্দেশক্রমে দখল উচ্ছেদ করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার গাঁওদিয়ায় মৃত শের আলীর ছেলে আক্কাসের দখলকৃত বাড়ি-ঘর ও দেয়াল ভেঙে একই পিতার সন্তান মোঃ মোকলেছকে বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, লৌহজং সহকারী জজ আদালতের দেওয়ানী ডিক্রীজারী ০৬/২০২৪নং মোকদ্দমা। পুলিশ ফোর্স ও নাজির মোঃ সোয়াইব সাকিলের মাধ্যমে দখলকৃত সম্পত্তির ঘর ও দেয়াল উচ্ছেদ করে মোকলেছকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লৌহজং পুলিশ ও সাংবাদিক।
মোঃ মোকলেছ জানান, আমার আপন ভাই আমার জমি দীর্ঘদিন দখল করে ঘর-বাড়ি এবং দেয়াল নির্মাণ করে বসবাস করে আসছিল। আমাকে এবং আমার পরিবারের লোকজনকে অনেকবার মারধর করেছে। দীর্ঘ ১৪ বছর মামলা চালিয়ে অনেক টাকা খরচ করার পর আমি ডিগ্রী পেয়েছি। আজ আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দেয়ার জন্য আদালত থেকে দখলকৃত সম্পত্তি উচ্ছেদ করে এসেছে। উচ্ছেদ মাধ্যমে আমার সম্পত্তি বুঝিয়ে দিয়ে গেছে। তবে আমার ভয় হয়, তারা যদি আবার আমাকে মারধর করে।
উচ্ছেদ বিষয় আক্কাস বলেন, আমি ভাইয়ের সম্পত্তি দখল করিনি। সে টাকা-পয়সা দিয়ে মামলা জিতে এখন দখল করেছে। সে বেশি করে টাকা-পয়সা দিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে আজ সম্পত্তি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে।
উল্লেখ্য, মামলায় ডিগ্রী পেয়েছে মোকলেছ এবং দখল উচ্ছেদের আবেদন করেছে। বিজ্ঞ আদালত বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনায় নিয়ে প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করেছে।