নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা এলাকা থেকে র্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া ১টি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঘড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৭/৩৮ এমএম গ্যাসগানটি উদ্ধার করেন র্যাব সদস্যরা। র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শ্রীনগরের বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া ১টি বিদেশী অস্ত্র, ১ পুড়িয়া গাঁজা, খোলা অবস্থায় ১ বোতল বিদেশী মদ, তাসের প্যাকেট ও কিছু নগদ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।