নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে মোঃ শহীদ দেওয়ান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ী শহীদ দেওয়ান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর গ্রামের আলী দেওয়ানের পুত্র। গত সোমবার রাত ৮টার দিকে নিমতলা বাসস্ট্যান্ড হতে ইয়াবাসহ শহীদ দেওয়ানকে আটক করে।
সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শহীদ দেওয়ানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিকে মুন্সীগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।