শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে প্রায় চার হাজার নেতাকর্মী নিয়ে উপজলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদারের নেতৃত্বে বাংলা নববর্ষ-১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।
গত সোমবার বিকালে উপজেলার ঘোড়দৌড় বাজারে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে কনকসার ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান সিনহা।
লৌহজং উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে বিকেল ৩টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করে। বিকেল সাড়ে ৪টায় বিএনপির কার্যালয়ের সামনে রাস্তাসহ আশেপাশের রাস্তা, ওলিগলি নেতা-কর্মীর উপস্থিতিতে ভরে যায়। এসময় ভার্চ্যুয়ালি যুক্ত হন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান সিনহা। তিনি তার ভার্চ্যুয়ালি বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে সকলকে শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করার জন্য অনুরোধ করেন।
এসময় তিনি আগামীদিনে দেশ জুড়ে রাজনীতি শুরু হলে রাজনীতির মাঠে সকলের সাথে দেখা হবে বলে আশা প্রকাশ করেন।
শোভাযাত্রা শেষে লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রিয় সংগ্রামী নেতাকর্মীরা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মত আগামীতে প্রতিটি আনন্দ ও সংগ্রামে জননেতা মিজানুর রহমান সিনহার সঙ্গে তার ডাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আগামী জাতীয় নির্বাচনে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আজ ১২ ঘন্টার আগের নোটিশে যেভাবে আমরা সবাই উপস্থিত হয়েছি ঠিক আমাদের দলের কেন্দ্রঘোষিত সকাল প্রকার প্রোগ্রাম এভাবেই আমরা ঐক্যবদ্ধভাবে পালন করব। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ঐক্যবদ্ধভাবে। আজকের শোভাযাত্রায় সকল উপস্থিতিকে জানাই ধন্যবাদ।