নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে লকডাউনে থাকা নিম্নআয়ের পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েল। চেয়ারম্যান জুয়েল জানান, এই ইউনিয়নে আড়াই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তার ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল থেকে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছি। আর চেষ্টা করছি লোকসমাগম এড়িয়ে আমার ইউনিয়নে নিম্নআয়ের বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে। সেইসাথে তাদেরকে সচেতন করছি, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। এসব খাদ্যসামগ্রীতে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, সাবানসহ নানা উপকরণ।