নিজস্ব প্রতিবেদক : মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবে পুণ্যার্থীদের সেবা দেয়ার জন্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গত শুক্র ও শনিবার ২ দিনব্যাপি নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ প্রেমতলা ঘাটের সাথে এ সেবা কেন্দ্র স্থাপনের আয়োজন করেন মহাতীর্থ লাঙ্গলবন্দ তীর্থার্থী সেবক কমিটি, মুন্সীগঞ্জ। এই সেবা কেন্দ্রটি এ বছর ১৮ বছরে পদার্পণ করলো অর্থাৎ দেড় যুগ হলো এই সেবা কেন্দ্রের বয়স। দুই দিন ব্যাপি এই লাঙ্গলবন্দ স্নান উৎসবে সেবা কেন্দ্রে স্থাপিত জলছত্র থেকে বিশুদ্ধ খাবার জল পুণ্যার্থীদের মাঝে বিতরণ করা হয়। পিতা-মাতার সাথে আসা শিশুদের মাঝে গরুর দুধ বিতরণসহ পুণ্যার্থীদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পুণ্যার্থীদের বিশ্রামের জন্য বৃহৎ আকারে প্যান্ডেল নির্মাণ করা হয়। সেবক কমিটি আনুমানিক দশ সহস্রাধিক পুণ্যার্থীদের মাঝে অন্নপ্রসাদ পরিবেশন করেন। সেবা কেন্দ্রের কর্মকর্তারা হারানো পুণ্যার্থীদের সন্ধান দানের প্রচেষ্টা অব্যাহত রাখেন।
গত শুক্রবার সন্ধ্যায় সেবা কেন্দ্রে স্থাপিত মঞ্চে ভক্তিমূলক গান পরিবেশন করেন বেতার টেলিভিশন শিল্পী কানাই বণিক, বাউল শিল্পী কাজল ফকির, বিশ্বজিৎ সরকার, কীর্ত্তনিয়া ও ভগবত পাঠক অনন্ত দাসসহ অন্যান্য কীর্ত্তনিয়ারা। সেবা কেন্দ্রের সভাপতি অভিজিৎ দাস ববির সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় এবং সাধারণ সম্পাদক ননী গোপাল হালদারের ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় সেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন এডভোকেট অজয় চক্রবর্তী, হরিচরণ বর্মণ, রঞ্জিত দেবনাথ, ভবরঞ্জন চক্রবর্তী, প্রবীণ শিক্ষক ও সাহিত্যিক বিমল সরকার, সমর দত্ত, প্রদীপ রাজবংশী, সুমন লাল, বাপন পোদ্দার, কালিদাস মন্ডল, নয়ন রায়, নরেন রাজবংশী, কানাই ঘোষ, বিমল হালদার, মনি শংকর দাস, সুধীর মন্ডল, বাদল সূত্রধর, শ্যামল মন্ডল, শংকর রায়, যতীন্দ্র বৈরাগি, কালিপদ হালদারসহ মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলা, দেশের বিভিন্ন জেলা ও দেশের বাহির থেকে আসা সব মিলিয়ে অসংখ্য পুণ্যার্থী এই সেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করেন।