নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমিতে পাকা স্থাপনা নির্মাণে বাধা দেয়ায় ৩ জনকে মারধর করে আহত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। এ ব্যাপারে কৃষ্ণ দাস বাদী হয়ে বিশ্বজিৎ দাসসহ ৯ বিবাদীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাঘড়া মৌজার আর এস ১০৪১০ দাগের ১৭ শতাংশ সম্পত্তি নিয়ে সহকারী জজ আদালত দেওয়ানী মামলা নং- সাবেক ৯৪/১৬ হাল নং- ৫১৬/২১ এবং উচ্চ আদালত সিভিল ডিভিশন নং -৩৬-৫৫/১৮ চলমান রয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার বিশ্বজিৎ দাস, সাধন দাস, ছিটু দাস, স্বপন দাস, শান্ত দাস, বেঙ্গু দাস, আকাশ দাস, প্রাণ কৃষ্ণ দাস ও দ্বীপ দাস বেআইনিভাবে নালিশী জমিতে ঢুকে ইট, বালি ও সিমেন্ট দিয়ে ঘর নির্মাণের পায়তারা শুরু করে। এতে ভুক্তভোগীর ভগ্নিপতি যাদব পোদ্দার বাধা দিলে তাকে এলোপাথাড়ি মারধর করে আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা ও গলার চেইন নিয়ে যায়। এসময় ভুক্তভোগীর ভাইয়ের মুদি দোকান ও স্বর্ণের দোকানে প্রবেশ করে গোপাল দাস ও কৃষ্ণ দাসকে মারধর করে আহত করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে নির্মাণ কাজে কেউ বাধা দিতে আসলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই ওবায়দুল বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমিতে স্থাপনা নির্মাণে বাধা দেয়ায় মারধর
আগের পোস্ট