নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখানের লতব্দী ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সভাপতিতে আলোচ্য সূচির মধ্যে ছিল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, দপ্তরি না থাকায় বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছনতা ও মায়েদের সচেতনতা বৃদ্ধি। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, বিদ্যানুরাগী নুরুজ্জামান প্রমুখ। এসময় মানসম্মত প্রাথমিক শিক্ষা, মায়েদের সচেতনতা বৃদ্ধি ও দপ্তরি না থাকায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বিষয়ে মা সমাবেশে আলোচনা করা হয়।