নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে অবৈধ ঢালাই কারখানা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে কারখানা মালিককে জরিমানা ও কারখানা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার বিকেল ৫টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট কোহিনূর আক্তার। এসময় তিনি কারখানাটি অপসারণ করার নির্দেশ প্রদান করেন ও কারখানার মালিক উপজেলার বালুয়াকান্দি গ্রামের ছৈজদ্দিন বশিরের ছেলে মোঃ রমজান আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট কোহিনূর আক্তার বলেন, স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে অভিযানটি পরিচালিত করে ৩ দিনের মধ্যে কারখানা অপসারণ না হলে আবার অভিযান দিব।