নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গেল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আলী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী আলী আকবরের স্ত্রী মরিয়ম আক্তার।
ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী মরিয়ম আক্তার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আলমগীর ও হান্নানের নেতৃত্বে কামালসহ আরো ৫/৬ জন হামলা চালায় তার বসতবাড়িতে। তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ও তার সন্তানদের রড দিয়ে এলোপাথারি আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় হামলাকারীরা তার বসতঘরের কাঁচের জানালা ও ঘরে থাকা আলমারিসহ ঘরের যাবতীয় মালামাল ভাংচুর ও লুট করে।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর ভূইয়া বলেন, লুটপাট কিংবা ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। তাছাড়া এটা আমাদের পারিবারিক বিষয়। আশা করি, সমাধান হয়ে যাবে।
এই ঘটনার অভিযোগের বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাজিব খাঁন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।