নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জ মুক্তারপুরে বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর উপজেলার আয়োজনে এই আলোচনা সভা হয়। সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন শেখ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, পঞ্চসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আল ইসলাম, সদর থানা কৃষকদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীরসহ সদর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।