নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট থেকে মেঘনা পুরাতন ফেরিঘাট পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্যসাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল রবিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেন তারা। জানা যায়, দীর্ঘদিন যাবৎ বেহাল দশা এই সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী একাধিকবার আন্দোলন করেছে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনা আক্তার, তেতৈতলার বিশিষ্ট সমাজসেবক হাজী দেওয়ান মোঃ হারুন অর রশিদ, মা ফিলিংস স্টেশনের মালিক তানিয়া প্রধান, তেতৈতলা আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম সখি প্রমুখ।
সড়কটি সংস্কারের জন্য ছাত্রসমাজের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈঠক ও স্মারকলিপি প্রদান করায় এলাকার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তারা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার সড়কটি অতি শীঘ্রই সংস্কার করবেন বলে আশা প্রকাশ করেন।