নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজদিখান উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন মজুমদার, মোহাম্মদ কামরুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন। প্রশিক্ষণে উপজেলার ৮৫০ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।