নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘদিন ধরে আন্তঃসড়কে হেলে পড়া গাছের ডালের নিচ দিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছে। উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদের সামনে শ্রীনগর-মুন্সীগঞ্জ আন্তঃসড়কে পুরনো একটি কড়ই গাছ থেকে একটি বড় ডাল দীর্ঘদিন ধরে আন্তঃসড়কের উত্তর-দক্ষিণ হয়ে আড়াআড়িভাবে রয়েছে। প্রতিদিন এই সড়কে বিভিন্ন যানবাহন যোগে শ্রীনগর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ মুন্সীগঞ্জ শহরসহ মুক্তারপুর হয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াত করে। ব্যস্ততম এই আন্তঃসড়কে গাছের ডালটি রাস্তার সামান্য উচ্চতার উপরে আড়াআড়িভাবে থাকায় রাস্তায় যাতায়াত করা বাস, ট্রাক, মিনিবাস, লরি, পিকআপ ক্রসিং করার সময় গাছের ডালের মধ্যে আটকে যায়। এতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে হেলে পড়া ডালের সাথে ট্রাক, বাস আটকে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এরপরেও সড়ক কর্তৃপক্ষ আদৌ এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
শ্রীনগরবাসীর দাবি, দ্রুত হেলে পড়া গাছের ডালটি কেটে অপসারণ করে শ্রীনগর-মুন্সীগঞ্জ আন্তঃসড়কটি ঝুঁকি মুক্ত করা হউক।