নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে নালিশী সম্পত্তির বিভিন্ন জাতের গাছ কর্তন করে বিক্রির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত ২৪ মার্চ রোববার সকাল ৮টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও এলাকায় নালিশী সম্পত্তিতে থাকা প্রায় দুই লক্ষাধিক টাকার গাছ কর্তন করে বিক্রির অভিযোগ উঠেছে ঐ এলাকার বিল্লাল হোসেন, সাহিদা আক্তার, বাদল, মনির হোসেন ও তুষার হোসেন গংয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে বিল্লাল হোসেন, মেয়ে সাহিদা আক্তার, মনির হোসেন, তুষার হোসেন ও বাদল গং নালিশী সম্পত্তিতে থাকা মেহগনি, অর্জুন ও কড়ই গাছসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মোট ৩০টি গাছ কেটে বিক্রি করে দেয়। বাধা দিতে গেলে নানা প্রকার ভয়-ভীতিসহ হুমকি প্রদান করে।
ভুক্তভোগী মোঃ রিয়াদ হোসেন জানান, আমাদের এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-২৭/২৪ দায়ের করি। মোকদ্দমাটি চলমান থাকাবস্থায় বিল্লাল হোসেন গং আদালত অমান্য করে জোরপূর্বক আমাদের গাছগুলো কেটে অন্যত্র বিক্রি করে দেয়।
নালিশী সম্পত্তির গাছ কর্তনের ব্যাপারে বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য রতন সাহা জানান, তারা সম্পর্কে দুই বোন। এই সম্পত্তি নিয়ে তাদের মধ্যে অনেকদিন ধরে ঝমেলা চলে আসছে। আমরা দুই পক্ষকে বসে মীমাংসার কথা জানিয়েছি।
অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এএস আই মোঃ মোতালেব মুন্সি বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শ্রীনগরে প্রতিবেশীদের বিরুদ্ধে নালিশী সম্পত্তির গাছ কর্তনের অভিযোগ
আগের পোস্ট