নিজস্ব প্রতিবেদক
করোনা আতঙ্কের কারণে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এখন রোগীশূন্য। আগে প্রতিদিন আন্তঃবিভাগ এবং বহিঃর্বিভাগে হাজার হাজার রোগী বিভিন্ন চিকিৎসা সেবা নিতো। করোনা আতঙ্কের কারণে পুরো হাসপাতালটি এখন ফাঁকা রয়েছে। জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, জেলার বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৬৮ জন। এদের মধ্যে ৩৬ জনকে ছুটি দেয়া হয়েছে । নতুন যোগ হয়েছে ৯জন। বর্তমানে পুরো জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৪১ জন। তবে এখনও জেলার আইসোলেশন ওয়ার্ডগুলোতে কোন রোগী ভর্তি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ।
মুন্সীগঞ্জে করোনা আতঙ্কে রোগীশূন্য হাসপাতাল, হোম কোয়ারেন্টাইনে ৩৪১ জন
আগের পোস্ট