নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের লিফটে চাপা পড়ে শিপন (৪০) নামের এক টেকনিশিয়ান নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে লিফট টেকনিশিয়ান শিপন মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালের লিফটটি কিছুদিন যাবৎ বিকল ছিলো। সেই বিকল লিফটি মেরামত করতে ঢাকার ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি থেকে আসেন শিপন (৪০)। সকালে মেরামত কাজ করার সময় লিফটির আপার সুইচ চাপতে গিয়ে ভুলবশত ডাউন সুইচ চাপ দিলে লিফটটি নিচে নেমে আসলে শিপন চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। নিহত শিপন ঢাকার পুরানা পল্টন এলাকার ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মচারী।
মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুরুল আলম বলেন, বিকল লিফটটি মেরামত করতে ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দুইজন কর্মী মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত একজন অপারেটর কর্মী লিফটের নিচে চাপা পড়ে নিহত হন। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের লিফটের নিচে চাপা পড়ে টেকনিশিয়ান নিহত
আগের পোস্ট