নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে বাড়ির চারপাশে লোকজন দিয়ে পাহাড়া দিয়ে এক প্রবাসী পরিবারকে অবরুদ্ধ এবং তাদের জায়গা কমদামে বিক্রি করার চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। গত পাঁচদিন যাবৎ ভুক্তভোগী পরিবারটি অবরুদ্ধ হয়ে আছেন। এ ঘটনায় বাড়ির বাইরে এসে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার সাহস পাচ্ছে না এলাকার ভুক্তভোগী খিদিরপুর গ্রামের রামপদ মিত্র ও হরিপদ মিত্র।
ভুক্তভোগী রামপদ মিত্র জানান, পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করছি। অভিযুক্তরা এ জমি জোরপূর্বক দখল করার জন্য পায়তারা করে আসছে। আমি বাড়িতে ছিলাম না এই সুযোগে গত বুধবার সকালে তারা আমার জমি জোরপূর্বক দখল করার জন্য আসে এবং তাদের নিকট কমদামে জায়গা বিক্রি করতে বললে আমরা আমাদের জায়গা তাদের নিকট কমদামে বিক্রি করতে না চাইলে তারা আমাদের মারধর করে। অভিযুক্তরা হলেন- লতব্দী খিদিরপুর গ্রামের মোজাম্মেল হোসেন পিন্টু (৬০) ও মোঃ রাকিব (৩৫)।
লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ বলেন, আগামীকাল সিরাজদিখানে গিয়ে একটা ব্যবস্থা করবো।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির আহম্মেদ বলেন, স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সময়ে মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে।