সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মোল্লাকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে মোল্লাকান্দি ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পুরাবাজার সংলগ্ন নোয়াদ্দা সিকদার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আব্দুস সালাম সৈয়দপুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন। সম্মেলনটির সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মোল্লাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মাহফুজুল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম। সম্মেলনে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাহফুজ্জল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মোল্লাকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন
আগের পোস্ট