নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শীতল মায়ের মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন এবং মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে ২৪ প্রহরব্যাপী এই অনুষ্ঠানের যজ্ঞানুষ্ঠান গত বৃহস্পতিবার হতে গত শনিবার রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রাত পর্যন্ত লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। একনাম কমিটির আহ্বায়ক সুবল পোদ্দারের সার্বিক ব্যবস্থাপনায় এবং জনি পোদ্দারের মন্দির পরিচালনায় সেবায়েতের দায়িত্বে ছিলেন গৌরাঙ্গ ভগবান দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ননী গোপাল দত্ত, ভজন দাস, সুদর্শন দত্ত, বিদ্যুৎ কর, অনিল রায়, ইউপি সদস্য হারুন অর রশিদ, মহিলা ইউপি সদস্য মীম আক্তার, রঞ্জিত দত্ত, নন্দলাল সূত্রধর, কার্তিক দাস প্রমুখ।