নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ মেট্রিক টন জাটকা জব্দ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ছেড়ে আসা এমভি টিপু লঞ্চে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ। উপজেলা মৎস্য অফিসের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে লঞ্চ থেকে মালিকবিহীন ৮ মেট্রিক টন জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলার ১৮টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বাংলাদেশ কোস্টগার্ডের গজারিয়া ষ্টেশনের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
গজারিয়ায় ৮ মেট্রিক টন জাটকা জব্দ
আগের পোস্ট