নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে আগামী শনিবার ২১ অক্টোবর সকাল ৯টায় গোয়ালবাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ অক্টোবর সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে অত্র মাদরাসার প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম মাহমুদি সাহেবের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দারুসসালাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের, আল-কারিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জুনায়েদ খান, আলহেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিল, খিল্লাপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ, সিরাজদিখান থানা ইমাম কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা শুয়ায়েব আহমাদ, মুফতি জুবায়ের আহমাদ ফরাজি ও সিরাজদিখান, রশুনিয়া, ইছাপুরা, লতব্দী ও অন্যান্য ইউনিয়নের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদিন।
প্রস্তুতি সভায় আগামী ২১ অক্টোবর শনিবার সকাল ৯টায় গোয়ালবাড়ী মোড়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সিরাজদিখানে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগের পোস্ট