নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি খাদের পানিতে পড়ে যায়। বাসের এক যাত্রী ও প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কাকালদি গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো. আজিজুল হক (৬৫) ও প্রাইভেটকারের চালক মো. সেলিম (৪২)। সেলিম ভোলার দৌলতখান উপজেলার জোয়ান নগর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফজলুল করিম জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।
সিরাজদিখানে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ২
আগের পোস্ট