নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল মিয়াজী তাহসিন নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি…………..রাজিউন)। নিহত তাহসিন (২৪) উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন মিয়াজির ছেলে। তিনি ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজে খন্ডকালীন শিক্ষকতা করতেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহসিন গত শনিবার সন্ধ্যায় ভবেরচর টু রসুলপুর সড়কের কালীতলা অংশে বন্ধুদের সাথে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলো। এসময় রসুলপুরগামী দ্রুত গতিতে আসা একটি আটোমিশুক তাহসিনকে পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়। তাৎক্ষণিক সাথে থাকা বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। গতকাল সোমবার রাজধানী ঢাকার মনোয়ারা হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যুবরণ করেন তিনি। বাদ আছর চরপাথালিয়া গ্রামে জানাজা শেষে ভবেরচর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। তরুণ এই শিক্ষকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে শত শত শোকবার্তা।
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ স্কুল শিক্ষকের মৃত্যু
আগের পোস্ট