নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদী এলাকায় মো. আনোয়ার হোসেন (৩৪) নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। গত বুধবার বিকাল ৫টায় এ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন- মধ্যপাড়া ইউনিয়নের মৃতঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ আজীম আল রাজী আজিম, মোঃ আজীম আল রাজী আজিমের ছেলে মোঃ শফিক (২০) ও আক্তার হোসেনের ছেলে অন্তর (২৫)।
অভিযোগে মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার মা সুফিয়া বেগম সিরাজদিখান থানাধীন পশ্চিম কাকালদী গ্রামের কাকালদী মৌজার জে. এল. ইং-১১৭ (বাড়ি) আর এস ২২১ খতিয়ানের ও ২৭৫নং দাগে আবাসিক জমি ১১.৫ শতাংশ সম্পত্তি পৈতৃক সূত্রে মালিক হয়ে ভোগ করে আসছিলেন। অভিযুক্তরা আমাদের জমি অবৈধ দাবিসহ বেদখল করার পাঁয়তারা চালিয়ে আসছিল। গত ১ আগস্ট সকালে বিবাদীরা ৪/৫ জন সন্ত্রাসী নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে ইট, কাঠের খুঁটি গেঁথে দখল শুরু করে। তিনি বলেন, গত মঙ্গলবার ১ আগস্ট সকালে আমি ও আমার দুই ভাই তাদের কাজে বাধা দিতে গেলে তারা অস্ত্রশস্ত্র নিয়ে খুনের উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসে। পরে আমি দৌড়ে পালিয়ে রক্ষা পাই। তারা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে।
ভুক্তভোগীর বড় ভাই মোঃ নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর একদিকে জমি দখল করা হচ্ছে, অপরদিকে আমরা পরিবারের সদস্যরা হুমকির মধ্যে আছি।
সিরাজদিখান থানার এস আই মোস্তাফিজ বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদিখানে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
আগের পোস্ট