নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর-ছনবাড়ি সড়কের হরপাড়া রেললাইন ওভারব্রিজের সামনে বিকল্প সড়কটি নাজুক হয়ে পড়ায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধ হয়ে পড়ার পাশাপাশি কাদামাটি জমে গেছে। এতে একদিকে সড়কে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। অপরিদিকে হরপড়া-ছনবাড়ি সংযোগ সড়কে সৃষ্টি হচ্ছে গাড়ির জ্যাম। সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথের সড়কটির হরপাড়া রেললাইন ওভারব্রিজের নিচ থেকে প্রায় ৪শ’ ফুটের বিকল্প কাঁচা রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। সড়কের কয়েক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। পুরো রাস্তা জুড়ে কাদামাটি জমে বিভিন্ন যানবাহনের চাকা দেবে যাচ্ছে। ব্যস্ততম রাস্তার এ অংশটি নাজুক হয়ে পড়ায় সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এতে গাড়ির জটলা বাড়ছে। হরপাড়ায় সৃষ্টি হচ্ছে গাড়ির জ্যাম। এ পরিস্থিতিতে ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির চাকা কাঁদামাটিতে দেবে ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা।
অটোচালকেরা বলেন, শ্রীনগর চকবাজার-ছনবাড়ি সড়কটির হরপাড়া নির্মিত বিকল্প রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। মাঝেমধ্যে রোলার দিয়ে গর্তগুলো ঠিক করতে দেখা গেলেও দু’দিন বাদেই ফের সড়ক নাজুক হয়ে পড়ছে। এখন সড়কে বৃষ্টির পানি জমে মানুষের দূর্ভোগ বেড়েছে। অটোরিক্সা ও মোটরসাইকেলের চাকা সড়কের গর্তে দেবে আটকা পড়ছে। জনসাধারণের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কমনা করেছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও ছনবাড়ি-হরপাড়া সড়কের রেলওয়ে ব্রিজের সামনে বেহাল সড়কটির সচিত্র ছবি পোস্ট করে এর প্রতিকার চাইছেন।
আব্দুর রকিব নামে এক ব্যক্তি বলেন, হরপাড়ায় বিকল্প সড়কটি বেহাল হয়ে পড়েছে। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
সিএমবি’র শ্রীনগর জোনের প্রকৌশলী দেবাশীষ বিহারী জানান, হাইওয়ে সড়কের পাশে যান চলাচলের যে সকল পয়েন্ট আছে সেগুলো রেলওয়ের তত্ত্বাবধানে আছে। সংশ্লিষ্টদের সাথে এ ব্যাপারে কথা বলবো।
শ্রীনগরে হরপাড়ায় বিকল্প সড়কের বেহাল দশা
আগের পোস্ট