নিজস্ব প্রতিবেদক
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি কমিউনিটি ক্লিনিকের আঙিনায় এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা’র সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম তাইফুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক দীনেশ চন্দ্র মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মঞ্জু আক্তার, কাকালদি কমিউনিটি হেল্প কেয়ার প্রোপ্রাইটর তাবাসসুম প্রমুখ।
অন্যদিকে গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা’র সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম তাইফুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান।
সিরাজদিখানে মা সমাবেশ অনুষ্ঠিত
আগের পোস্ট