নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে পৌর কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। জানা যায়, মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে এ আর ক্লিনিকের পাশে মৃত আওলাদ হোসেনের স্ত্রী সখিনা বেগম অনুমোদন না নিয়ে বিল্ডিং নির্মাণ করে আসছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসলে অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে পৌর মেয়র হাজী আব্দুস সালাম গত ২৫ মে ভবন নির্মাণের কাজ বন্ধ ও ভবন অপসারণ করার নোটিশ প্রদান করেন। কিন্তু নোটিশ প্রদানের ১৪ দিন পেরিয়ে গেলেও কাজ বন্ধ করেনি ভবন মালিক।
এ ব্যাপারে পৌর মেয়র হাজী আব্দুস সালাম বলেন, কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যদি নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
মিরকাদিমে অনুমোদন না নিয়ে স্থাপনা নির্মাণ
আগের পোস্ট