নিজস্ব প্রতিবেদক
১০ বছরের শিশু জুবায়ের। এ বয়সে বন্ধুদের সঙ্গে যার খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা কিন্তু ঘাতক ব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে নিজ বিছানায়। শিশু জুবায়ের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আইসক্রিম বিক্রেতা আহসান উল্লাহর মেয়ে সাজেদা বেগমের একমাত্র সন্তান। শিশু জুবায়েরের উন্নত চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন করেছেন হতভাগ্য নানা আহসান উল্লাহ।
নানা আহসান উল্লাহ জানান, জুবায়েরের যখন ৪ বছর, তখন তার বাবা শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে সে আমাদের সাথে থাকে। হঠাৎ তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। নাতির চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় রয়েছে। তার আদরের একমাত্র নাতির প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন নানা আহসান উল্লাহ। তাকে সাহায্য পাঠানোর জন্য নগদ নম্বর (পার্সোনাল) -০১৮৮০২১২২৫৬।