নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট এর ওয়ার্ক টুগেদার থিম বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি ডিস্ট্রিক্ট-১ এর ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান সাইফুর রহমান এর সভাপতিত্বে শাহজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসা ও এতিমখানায় ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ ‘নক্ষত্র’ সম্মানিত লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি এপেক্স অধ্যাপক মোঃ কুদরত-ই-খুদা। বিশেষ অতিথি ‘এপেক্স কান্ডারী’ লাইফ গভর্নর এপেক্স মোশাররফ হোসেন মিশু, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর ও আইপিডিজি-১ এপেক্স কবির আহমেদ, ডিস্ট্রিক্ট-২ গভর্নর এপেক্স মাহবুবুর রহমান বিদ্যুৎ, ন্যাশনাল সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্স এএসএম নাফিস খাঁন রোহান, ন্যাশনাল অফিসিয়াল এপেক্স মনোয়ার হোসেন তৌফিক, ন্যাশনাল অফিসিয়াল এপেক্স মোঃ মাঈন উদ্দিন সোহাগ, ডিস্ট্রিক্ট-১ ট্রেজারার এপেক্স এ্যাড জানে আলম প্রিন্স, এপেক্স ক্লাব অব ঢাকা এর জেভিপি এপেক্স মোঃ আশরাফুল ইসলাম, এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন এর সেক্রেটারী এন্ড ডিএনই এপেক্সিয়ান ফরহাদ হোসেন সুজন, এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর এসভিপি এপেক্স মোঃ নজরুল ইসলাম, এসডি এপেক্স এস.এম. মাসুদুর রহমান, এপেক্স ক্লাব অব মুন্সীগঞ্জের সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্স মোঃ মিলন, এপেক্স ক্লাব অব মতিঝিল এর এসভিপি এপেক্স কাজী মোঃ নুরুল করিম মামুন, জেভিপি এপেক্স মোঃ হুমায়ুন কবির, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্স মোঃ মোস্তাফিজুর রহমান, এসডি এপেক্স পেয়ার আহমেদ, সার্জেন্ট-এ্যাট-আর্মস এপেক্স মোঃ নুরুল আলম প্রমুখ।
এপেক্স ক্লাবস বাংলাদেশ ডিস্ট্রিক্ট-১ এর ইফতার ও দোয়া মাহফিল
আগের পোস্ট