নিজস্ব প্রতিবেদক
তরুণদের ক্যারিয়ার সচেতন হিসেবে গড়ে তুলতে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এবং ইয়ুথ ভিলেজ বিডির উদ্যোগে গতকাল রাজধানীতে উদ্বোধন হলো ‘ক্যারিয়ার পাথওয়ে ফর টুমোরো’। ক্রমান্বয়ে বরিশাল, রংপুর, যশোর, রাজশাহী, ময়মনসিংহ,কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রামে এই সেমিনারের আয়োজন করা হবে।
ঢাকায় আয়োজিত প্রথম সেমিনারে প্রায় ২৫টি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। এ সেমিনারের মাধ্যমে তরুণদের ক্যারিয়ার গাইডলাইন, কার্যকর যোগাযোগ দক্ষতা, দক্ষতা পরিমাপ, নেতৃত্ব গুণ ইত্যাদি বিষয় নিয়ে বাস্তব ধারণা দেয়া হয়। যাতে তরুণ প্রজন্ম শিক্ষাজীবন থেকেই ক্যারিয়ার সচেতন এবং ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।
এছাড়াও সেমিনারে অংশগ্রহণকারীদের সিভি জমা দেয়ার সুযোগ রয়েছে। সেমিনার বক্তা হিসেবে থাকছেন দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। তার ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বর্তমান তরুণরা বিশেষভাবে ক্যারিয়ারের পথে এগিয়ে যাবে। এছাড়াও সেমিনারে বক্তব্য দেবেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সফটওয়্যার বিজনেসের প্রধান মিরসাদ হোসেন এবং ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সানজিদা জামান। এছাড়াও আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ কিউ এ-এর মানব সম্পদ বিভাগের প্রধান শহীদুল ইসলামসহ ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। উল্লেখ্য, বিআইডিএসের গবেষণা অনুযায়ী, সার্বিকভাবে শিক্ষিতদের মধ্যে ৩৩ শতাংশের বেশি বেকার। স্নাতক পর্যায়ে এমন মেধাবীদের বেকারত্বের হার প্রায় ২৮ শতাংশ। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া প্রতি তিনজনের একজনই বেকার বসে আছেন। আর উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৩১ শতাংশের বেশি বেকার।