নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঐতিহাসিক মৃধা বাড়িতে গতকাল শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন কর্র্তৃক আয়োজিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার শপথ গ্রহণ উপলক্ষে সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের সংসদ সদস্য ও বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম মৃধা। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ফাইজ উদ্দিন মৃধা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মৃধা, আফজালুর রহমান মৃধা, মাসুদ হোসেন সোহেল মৃধা, আব্দুল মালেক মৃধা, বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন মহাসচিব হাফেজ ওমর ফারুক মৃধা, যুগ্ম সচিব আব্দুল মালেক মৃধা, পায়েল হোসেন মৃধা, এডভোকেট সুমন মৃধা, সোহেল রানা মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মৃধা, অর্থ বিষয়ক সম্পাদক সাজিদ হোসেন মৃধা, দপ্তর সম্পাদক হাসিব মৃধা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাংলাদেশ মৃধা ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সোয়েবুর রহমান মৃধা। এসময় পূর্ণাঙ্গ কমিটির সাথে কয়েকটি জেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান
আগের পোস্ট