নিজস্ব প্রতিবেদক
কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ঢাকার বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন খাসমহল বালুচর দক্ষিণপাড়া গ্রামে আন-নুর প্রি ক্যাডেট একাডেমির ছাত্র-ছাত্রীদের মাঝে ফলাফল প্রকাশ করা হয়। ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
খাতা মূল্যায়ন শেষে ১৪ জনকে ট্যালেন্টপুলে এবং ৭ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম জাহিদ, প্রধান শিক্ষক মোঃ শাহআলম, বাংলা টিভি প্রতিনিধি মোঃ মোস্তফা, কালবেলা পত্রিকার প্রতিনিধি দিদার হোসেন শুভ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এবারের পরীক্ষায় সর্বমোট ২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ এককালীন টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ঢাকা ও বিভিন্ন কর্মকর্তাদের আন-নুর প্রি ক্যাডেট একাডেমির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আন-নুর প্রি ক্যাডেট একাডেমির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
আগের পোস্ট