নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল সোমবার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “তরঙ্গ নিউজ” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে অবস্থিত কোলা ভিলেজ পার্কে সিরাজদিখান প্রতিনিধি জাহাঙ্গীর আলম চমকের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে বিকাল ৫টায় এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, কোলা ভিলেজ পার্কের পরিচালক মোঃ মোস্তাক চৌধুরী, ইউরোপ প্রবাসী মোঃ মামুন হোসেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অধির রাজবংশী, আরিফুল ইসলাম শ্যামল, অমিত খান, মোঃ নাছির উদ্দিন, হাজী মোঃ নাজমুল মোল্লা, মোঃ ইসমাইল খন্দকার, মোহাম্মদ রোমান হাওলাদার, মিজানুর রহমান (শিক্ষক), আজাদ বীন নাদভী, মোঃ মিজানুর রহমান প্রমুখ।