নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সতর্কতা বৃদ্ধি ও আক্রান্তদের চিকিৎসায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বিশেষ ইউনিট চালু করা হয়েছে। বিশেষ ইউনিটে দ্রুত এ সংক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ ভাইরাস থেকে মুন্সীগঞ্জ জেলা এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছে। মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ সুত্র জানান, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। সেজন্য সচেতন হওয়াটা খুবই জরুরী। যেকোন সর্দি- কাশি জ¦র হলেই বিলম্ব না করে চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ মুঠো ফোনে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঁচ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। তবে মুন্সীগঞ্জে এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত করা যায়নি। আইসোলেশন ইউনিটের দায়িত্বে রয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক ও নার্সরা। মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্র জানান, আপাতত বিদেশ ভ্রমণ না করাই ভাল এবং বিদেশ থেকে আসা বিশেষ করে চীনা নাগরিকদের সংস্পর্শে না যাওয়াই উত্তম। মুন্সীগঞ্জ সদরের বাইরে অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক বার্তা যেমন লিফলেট দেওয়া হয়েছে। সেখানে আপাতত আইসোলেশন ইউনিট খোলা হয়নি। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
করোনা ভাইরাস রোধে সতর্কতা বৃদ্ধি ও আক্রান্তদের চিকিৎসায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে “আইসোলেশন ইউনিট” চালু
আগের পোস্ট