নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলায় জনগণের দীর্ঘদিনের দাবী ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বেহাল ও ঝুঁকিপূর্ণ ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বেলা ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর আব্দুল মান্নানীয়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন নয়াকান্দী এলাকায় গুরুত্বপূর্ণ এই ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইমামপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজ্জুজামান খান জিতু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুর রহমান খাঁন, মাওলানা মুক্তার হোসেন মিয়াজী, আব্দুল হান্নান খাঁন, ঠিকাদারী প্রতিষ্ঠান ইকরা কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা এলজিইডি অধিদপ্তর সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস এর কোঠায় এলজিইডির তত্ত্বাবধানে ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে গুরুত্বপূর্ণ ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ এই ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণের দাবি ছিল স্থানীয় জনসাধারণের। এতদিন এই পথ দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে দুইটি আশ্রয়ণ প্রকল্প ও দৌলতপুর, ষোলআনী, বাঘাইকান্দীসহ সাত গ্রামের মানুষ চলাফেরা করতো। সাধারণ মানুষের দুঃখ লাঘবের জন্য এই স্থানে নতুন ব্রীজ নির্মাণের জন্য একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রসূলপুর গ্রামের আমির হোসেন বলেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। দীর্ঘদিন যাবৎ অনেক ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হয়েছে। নতুন ব্রীজের নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ বলেন, এই ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। আশা করছি খুব দ্রুতই নির্মাণ কাজ শেষ হবে।
গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন
আগের পোস্ট