নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলা সার্ভেয়ারসহ ৭ জন কর্মকর্তার বদলি হওয়ায় সেবা কাজে স্থবিরতার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মনিরুল ইসলামসহ বালুয়াকন্দি ভূমি অফিসের ভূমি অফিস উপ-সহকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, রসুলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইয়াছমিন আক্তার, ভাটেরচর ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মানিক মিয়া, ভবেরচর ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির, হোসেন্দী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাহফুজ আহমেদকে একযোগে বদলি করা হয়। একসাথে ৭ জন কর্মকর্তার বদলির বিষয়ে সেবা গ্রহীতাদের মধ্যে দেখা দিয়েছে আশঙ্কা, কাজে স্থবিরতা না আবার দেখা দেয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম জানান, বদলি প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে হয়েছে। কোন ভূমি অফিসের কাজ বিঘ্ন ঘটবে এমন ধারণা করা ঠিক না। নতুন কর্মকর্তা যোগদান করার পর যার যার দায়িত্ব বুঝে নিবেন এবং বদলি হওয়া কর্মকর্তাগণ দায়িত্ব বুঝিয়ে দিবেন। এটা স্বাভাবিক বিষয়।
গজারিয়ায় একযোগে ভূমি অফিসের ৭ কর্মকর্তা বদলি, কাজে স্থবিরতার আশঙ্কা
আগের পোস্ট