নিজস্ব প্রতিবেদক
পৌষের তীব্র শীত আর ঘনকুয়াশায় সাথে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যয়ের মুখে। ঠিক এই সময়ে সারাদেশব্যাপী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপহার হিসেবে দুস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে নতুন বছরেও শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে ৪৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তন্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মানবিক জিআর কম্বল বিতরণ করা হয়। তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর এর পরিচালনায় ও সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় এই কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডের অসহায়দের মাঝে এই কম্বল বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন ট্যাগ অফিসার মোহাম্মদ মনজু দেওয়ান। তন্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ হুমায়ন শিকদার, আঃ আজিজ শিকদার, মাহমুদ ইউসুফ সাগর, সফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য কামরুন নাহার চৌধুরী, আলেয়া বেগম, পারভিন সুলতানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।